মেয়ের জবানবন্দীতে যাবজ্জীবন সাজা হল বাবার

মুর্শিদাবাদ, ১৪ ডিসেম্বরঃ আদালতে মেয়ের সাক্ষীর ভিত্তিতে যাবজ্জীবন সাজা হল তার বাবার। শুক্রবার জঙ্গীপুর মহকুমা আদালতের বিচারপতি অভিযুক্ত খাইরুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এই বিষয়ে জঙ্গীপুর মহকুমা আদালতের আইনজীবি অশোক সাহা জানিয়েছেন, ‘২০০৫ সালের ২৯ অক্টোবর স্বামী খাইরুল শেখের হাতে খুন হন স্ত্রী চামেলি বিবি। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জে। জানা গিয়েছে, খাইরুল তার স্ত্রীর কাছে মদ্যপান করার জন্য টাকা চেয়েছিল। কিন্তু চামেলি দেবী টাকা দিতে রাজি না হলে তাঁদের ছয় বছরের মেয়ের সামনে চামেলি দেবীকে খুন করে খাইরুল।’ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। মহিলার পরিবারের তরফে অভিযোগ করা হলে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। দীর্ঘ ১৩ বছর পর সমস্ত প্রমাণের ভিত্তিতে জঙ্গীপুর মহকুমা আদালতের প্রথম কোর্টের বিচারপতি কাজি আবুল হাসেম অভিযুক্ত খাইরুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়। সেই টাকা না দিলে আরও দুই বছরেরে কারাদণ্ড হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PB0UAQ

December 14, 2018 at 10:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top