আরও কয়েকদিন জাঁকিয়ে পড়বে শীত

কলকাতা, ২৯ ডিসেম্বরঃ এই মরশুমে কলকাতায় সবচেয়ে শীতলতম দিন ছিল শুক্রবার। তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে আগাী কয়েকদিনে। তবে ২ জানুয়ারির পর থমকে যেতে পারে উত্তরে ঠান্ডা হাওয়া। মধ্য ভারতে উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হবে। তখন তাপমাত্রা বাড়তে পারে।

২ জানুয়ারি পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। কলকাতার তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সিকিম ও দার্জিলিংয়ে আগামী দু’দিন তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GLe4Mm

December 29, 2018 at 11:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top