কলকাতা, ২৯ ডিসেম্বরঃ এই মরশুমে কলকাতায় সবচেয়ে শীতলতম দিন ছিল শুক্রবার। তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে আগাী কয়েকদিনে। তবে ২ জানুয়ারির পর থমকে যেতে পারে উত্তরে ঠান্ডা হাওয়া। মধ্য ভারতে উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হবে। তখন তাপমাত্রা বাড়তে পারে।
২ জানুয়ারি পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। কলকাতার তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সিকিম ও দার্জিলিংয়ে আগামী দু’দিন তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GLe4Mm
December 29, 2018 at 11:43AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন