কলকাতা, ২ ডিসেম্বরঃ বন্ধ হয়ে গেল হুগলি জুটমিল। রবিবার সকালে কাজে এসে কারখানার গেটে উৎপাদন বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। কর্মহীন হয়ে পড়লেন দু’হাজার শ্রমিক।
শ্রমিকরা জানান, গতরাতেও স্বাভাবিকভাবেই কাজ হয়েছিল। রোজকার মতোই রবিবারও ফের কারখানায় কাজ করতে এসে তাঁরা দেখেন গেট বন্ধ। বন্ধ গেটে ঝুলছে নোটিশ। এই মিলের উৎপাদিত পাটজাত সামগ্রী দেশ-বিদেশে রপ্তানি হত। গার্ডেনরিচ ছাড়াও শহর ও শহরতলির শ্রমিকরা এই মিলে কাজ করতেন।
সূত্রের খবর, মালিকপক্ষ মাসে ৬৫ টন উৎপাদন চাইছেন। কিন্তু, শ্রমিকরা মাসে ৪৫ টনের বেশি পণ্য উৎপাদন করতে পারছেন না। এনিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক-মালিকপক্ষের মধ্যে চলে টানাপোড়েন। গত কয়েকদিন ধরে কারখানার অন্দরে শ্রমিক বিক্ষোভও হয়।
শ্রমিকদের অভিযোগ, পাটজাত সামগ্রী তৈরি করার প্রয়োজনীয় কাঁচামাল মালিকপক্ষ দিতে অস্বীকার করে। তাই প্রয়োজনীয় উৎপাদন হচ্ছিল না। যার জন্য চাহিদাও পূরণ হচ্ছিল না। আজ জুটমিল খোলার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই উদাসীন। কারোর তরফেই কোনো সাহায়্য পানিন তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rf8J5t
December 02, 2018 at 02:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন