গাজল হাসপাতালে পালিত হল বিশ্ব এইডস দিবস

গাজল, ১ ডিসেম্বরঃ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও গাজল হাসপাতালের ব্যবস্থাপনায় গাজল হাসপাতালে পালিত হল ৩০ তম বিশ্ব এইডস দিবস।

আপনি কি এইচআইভি মুক্ত? জানতে হলে আসুন আইসিটিসিতে। শনিবার এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যকর্মীরা গাজল হাসপাতালের সভাকক্ষে এইডস বিষয়ক সচেতনমূলক আলোচনা ও প্রচার করেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল এলাকায় একটি সচেতনমূলক রেলিও বের করেন। সভাকক্ষে এইডস বিষয়ক আলোচনা করা হয়। কিভাবে একজন সুস্থ মানুষকে এইচআইভি আক্রমণ থেকে দূরে রাখা যাবে আর কি করে তা প্রতিকার করা সম্ভব তা এদিন জানানো হয়। উপস্থিত ছিলেন ডাক্তার তুহিদুল ইসলাম, আইসিটিসির কাউন্সিলার রাজীব দাস, স্বাস্থ্যকর্মী পার্থ কুন্ডু, আব্দুর রহিম, শুভঙ্কর দাস, প্রভাকর দত্ত প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষ উপস্থিত হয়েছিলেন।

তথ্যঃ গৌতম দাস

ছবিঃ পঙ্কজ ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SnYSpw

December 01, 2018 at 08:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top