চাঁচল, ১১ ডিসেম্বরঃ মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল। মালদার চাঁচল-১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রামদেবপুর প্রাথমিক বিদ্যালয় ও রামদেবপুর জুনিয়ার স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। তাঁদের পক্ষ থেকে ব্লক প্রশাসনের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রাথমিক ও জুনিয়ার হাই স্কুলের মিড ডে মিলের রান্না একই জায়গায় করা হচ্ছে। রান্নার কাজের দায়িত্বে থাকা সেল্ফ হেল্প গ্রুপের মহিলারা দুটি বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলের রান্না একসঙ্গে করছে। ফলে পড়ুয়ারা ঠিকমতো খাবার পাচ্ছে না। এমনকি সাপ্তাহিক তালিকা ভিত্তিক খাবার না দেওয়া সহ নিম্নমানের খাবার দেওয়ারও অভিযোগ উঠেছে। শিক্ষকদের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও এই বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। যদিও ওই বিদ্যালয়ে মিড ডে মিলের কাজের দায়িত্বপ্রাপ্ত রামদেবপুর শিশু উন্নয়ন সমিতির সদস্যরা এবং স্কুল কর্তৃপক্ষের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LckaUH
December 11, 2018 at 06:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন