খনিশ্রমিকদের উদ্ধারে ২০ শক্তিশালী পাম্প পৌঁছল মেঘালয়ে

শিলং, ২৮ ডিসেম্বরঃ ইতিমধ্যেই দু’সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু ৩০০ ফুট গভীর ‘র‍্যাট হোল’-এর ঠিক কোথায় রয়েছেন ওই ১৫ জন খনিশ্রমিক, তা জানতে পারেনি মেঘালয় প্রশাসন। এনডিআরএফ এর উদ্ধারকারী দল জানিয়েছেন, ওই র‍্যাট হোলের জমা জল থেকে পচা গন্ধ পেয়েছেন তাঁরা। অনেকেই মনে করছেন, পচন ধরা দেহই ওই গন্ধ ছড়াচ্ছে। তবে এখনও হাল ছাড়েননি উদ্ধারকারীরা।

জল টেনে বের করতে শুক্রবার মেঘালয়ে পাড়ি দিয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ২০টি পাম্প। প্রতিটি পাম্প প্রতি মিনিটে ১৬০০ লিটার জল টেনে বের করার ক্ষমতা রাখে। ভারতীয় বায়ুসেনা এই পাম্পগুলি মেঘালয়ে নিয়ে যেতে সাহায্য করছে। স্থানীয় উদ্ধারকারী দলকে সাহায্য করতে ওডিশা ফায়ার সার্ভিসের ২১ জনের একটি দল গিয়েছে মেঘালয়ে। পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের সান গ্রামের এক অবৈধ কয়লাখনি থেকে ১৫ জনকে উদ্ধার করার জন্যে ফের একবার চেষ্টা করা হবে। বৃহস্পতিবারই ওডিশা ফায়ার সার্ভিসের কাছে সাহায্য চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

রাতের অন্ধকারে যেহেতু শিলং এয়ারপোর্টে ল্যান্ড করার কোনও সুবিধে নেই, তাই শুক্রবার সকাল পর্যন্তক অপেক্ষা করতে হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QW7BCU

December 28, 2018 at 03:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top