বিজেপির রথযাত্রা নিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার

কলকাতা, ২১ ডিসেম্বরঃ বিজেপির রথযাত্রা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। মামলাটি শোনা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার শর্তসাপেক্ষে বিজেপি-কে রথযাত্রা করার অনুমতি দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

গতকাল বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, ‘কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে দায় উভয় পক্ষের। মিছিল প্রবেশের ১২ ঘণ্টা আগে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।’ হাইকোর্টের তরফে বলা হয়, গণতন্ত্র বাঁচাও যাত্রা করার অনুমতি দিতে হবে, রাজ্য সরকার পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করবে। এই যাত্রা হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। সমস্ত রকম ট্র্যাফিক আইন মেনেই এই যাত্রা করতে হবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আবেদনকারী এবং রাজ্য সরকার উভয় পক্ষই দায়ি থাকবে।

সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরোধিতা করে শুক্রবার রাজ্য সরকারের হয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন অভিষেক মনু সিংভি। মামলাটি গ্রহণ করে শীঘ্রই এই সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SeS1yS

December 21, 2018 at 01:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top