কোচবিহারে রথযাত্রার অনুমতি দিল না রাজ্য সরকার

কলকাতা, ৬ ডিসেম্বরঃ কোচবিহারের রথযাত্রায় অনুমোদন নয়। হাইকোর্টে জানালেন এজি। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে এদিন রথযাত্রা মামলার শুনানির সময় এজি বলেন, কোচবিহারে রথযাত্রায় অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। কারণ, বিজেপির রথযাত্রায় কোচবিহার পুলিস সুপারের আপত্তি রয়েছে। এজির বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির কী মত, বেলা ১২টার সময় তা শুনবে আদালত। উভয়পক্ষকেই বেলা ১২টার সময় ফের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তারপর এই নিয়ে রায় ঘোষণা হতে পারে। তবে হাল ছাড়তে নারাজ বিজেপি। ইতিমধ্যেই হুমকির সুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘সরকার রথযাত্রা আটকাতে চাইলে অযথা উত্তেজনা বাড়বে। রথযাত্রা হবেই। এতটা এগিয়ে আর পিছোনোর বিষয়ই নেই।’ গতকাল রথযাত্রায় নিরাপত্তার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের প্রতি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এজি-কে কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে আদালতকে জানাতে বলেছিলেন বিচারপতি। কিন্তু এজি বলেছিলেন, বৃহস্পতিবার তিনি বিষয়টি আদালতকে জানাবেন। ইতিমধ্যেই কোচবিহারে রথযাত্রা উপলক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছেন। অমিত শা-র হাত দিয়েই আগামীকাল রথযাত্রার সূচনা করার কথা বিজেপির। এই পরিস্থিতিতে রথযাত্রায় অনুমতি নিয়ে আদালতে দুপক্ষের তরজা নতুন মাত্রা যোগ করেছে। হাইকোর্ট কী রায় দেয়, তার দিকেই নজর সকলের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SyziOM

December 06, 2018 at 01:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top