বেআইনিভাবে কচ্ছপ ধরার অভিযোগে গ্রেফতার যুবক

ফালাকাটা, ১০ ডিসেম্বরঃ বেআইনিভাবে কচ্ছপ ধরার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম ঝন্টু। সে পশ্চিম ফালাকাটার বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম ফালাকাটার শ্মশানঘাটের পাশে দীর্ঘদিন ধরেই ঘোরাফেরা করত কচ্ছপটি। সেটির ওজন ২০ কেজির বেশি। অভিযোগ, সোমবার সকালে কচ্ছপটিকে ধরে ঝন্টু। স্থানীয় বাসিন্দারা আপত্তি করলেও সে মানেনি। খবর পেয়ে সেখানে যান বনকর্মীরা। তার আগেই কচ্ছটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

এদিন দুপুরে মাথাভাঙ্গা মহকুমার সিঙ্গিজানী থেকে কচ্ছপটি উদ্ধার করেন বনকর্মীরা। গ্রেফতার হয় ঝন্টু। মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জি জানান, কচ্ছপটিকে মেরে খাবার পরিকল্পনা করা হচ্ছিল। অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে। নির্দিষ্ট প্রক্রিয়ার পর কচ্ছপটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

সংবাদদাতাঃ সুকমল ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L5pjOe

December 10, 2018 at 06:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top