প্লাস্টিক দূষণ রুখতে শহরের সব রেস্তোরাঁয় মিলবে বিনামূল্যে পানীয় জল

তিরুবনন্তপুরম, ৯ ডিসেম্বরঃ প্লাস্টিক দূষণ রুখতে অভিনব পদক্ষেপ করল কেরলের তিরুবনন্তপুরম। মিনারেল ওয়াটারের বোতলের ব্যবহার কমাতে এবার থেকে শহরের সব হোটেল এবং রেস্তোরাঁয় মিলবে বিনামূল্যে পরিশ্রুত পানীয় জল। পথচারী থেকে পর্যটক, শহরবাসী যেকোনও ব্যক্তি যে কোনও হোটেল থেকে পরিশ্রুত পানীয় জল সংগ্রহ করতে পারবেন।

জেলা কালেক্টর কে বাসুকী জানিয়েছেন, পরিবেশ বাঁচাতে শহরের হোটেল রেস্তরাঁর মালিকদের এগিয়ে আসা উচিত। এই নিয়ম সফল হলে শহরের পরিবেশ দূষণ অনেকটাই কমে যাবে। যাঁরা এই উদ্যোগে জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবে সেই হোটেল এবং রেস্তরাঁগুলিকে পরিবেশ বান্ধব সার্টিফিকেট দেওয়া হবে বলে জানা গিয়েছে। শহরের সব হোটেলের বাইরে পরিশ্রুত পানীয় জলের একটি করে ড্রাম রাখা থাকবে যাতে সহজেই শহরবাসী সেখান থেকে পানীয় জল সংগ্রহ করতে পারেন। এই পরিকল্পনা সফল হলে প্লাস্টিক ব্যাগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়েও ভাবনা চিন্তা করছে প্রশাসন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SwQlR8

December 09, 2018 at 02:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top