বালুরঘাট, ১ জানুয়ারিঃ বছরের প্রথম দিনে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করে ‘বর্ষবরণ’ পালন করলেন বালুরঘাটের বোল্লা এলাকার কিছু সমাজসেবী। মঙ্গলবার এলাকার ৮৫ জন দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের মিষ্টিমুখও করানো হয়। শুধুমাত্র মানবিকতার তাগিদে গত ১১ বছর ধরে এই দিনটিতে দুস্থদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন এই সমাজসেবীরা। তাঁরা কেউ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী।
এলাকার পঙ্কজ কর্মকার, সাধন সরকার, আব্দুল মজিদ মণ্ডল, কৃষ্ণকান্তি রায় ও মানস চৌধুরী জানিয়েছেন, অন্য কোনও উদ্দেশ্যে নয় শুধুমাত্র মানবিকতার খাতিরেই বছরের এই দিনটিতে এলাকার দুস্থ মানুষদের পাশে থাকার প্রয়াস মাত্র। শুরুতে মাত্র ৩-৪ জন মিলে এই কাজ শুরু করলেও পরবর্তীতে প্রতিবছর সহৃদয় ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকে। আগামীতে এই দিনটিতে আরও বেশিসংখ্যক দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো যাবে বলে আশাবাদী তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2F41g26
January 01, 2019 at 10:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন