ট্যাবলো প্রদর্শনে মহকুমায় সেরার পুরুস্কার পেল রতুয়া-১ ব্লক

সামসী, ২৬ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে চাঁচল কলেজ মাঠে ট্যাবলো প্রদর্শনে চাঁচল মহকুমায় সেরার পুরুস্কার পেল রতুয়া-১ ব্লক। জানা গিয়েছে, শনিবার মোট চল্লিশটি ট্যাবলো প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে মহকুমার ৬টি ব্লক, ২২টি প্রশাসনিক বিভাগ, ১৮টি স্কুল, ২টি কলেজ এবং কয়েকটি বেসরকারী সংস্থা। অভিবাদন গ্রহণ করেন চাঁচলের মহকুমাশাসক সব্যসাচী রায়। এছাড়া উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব, রতুয়া-১ এর বিডিও অর্জুন পাল, হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও এমডি লামা, চাঁচল-২ বিডিও পবিত্র বর্মন, মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস সহ আরও অনেকে। রতুয়ার বিডিও অর্জুন পালের হাতে পুরষ্কার তুলে দেন চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব। এই সাফল্যে রতুয়ার বাসিন্দারা গর্বিত। স্থানীয়রা জানান, বিডিও অর্জুন পালের জন্যই এই সাফল্য।

তথ্যঃ মুরতুজ আলম

ছবিঃ পান্না



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HwPTBV

January 26, 2019 at 04:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top