বিন্নাগুড়ি, ২২ জানুয়ারিঃ চা বাগান এলাকাগুলিতে দিনদিন চিতার আক্রমন বাড়ছে। সেই কথা মাথায় রেখে নতুন দায়িত্বভার গ্রহন করেই বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় বিভিন্ন চা বাগানের ম্যানেজার দের সাথে চিতার আক্রমন থেকে রেহাই পাওয়ার বিষয়ে পরামর্শ দানে উদ্যোগী হয়েছেন। পাশাপাশি যেসব বাগানে চিতা বাঘ ধরার খাঁচা পাতা রয়েছে সেগুলি নিজে গিয়ে পর্যবেক্ষন করছেন। রোজকার মতই মঙ্গলবার তিনি কথা বলেন বিন্নাগুড়ি চা বাগানের ম্যানেজারের সাথে। এর আগে এই ধরণের উদ্যোগ দেখা যায়নি। অর্ঘ্যদীপবাবু জানান, তার এলাকায় ২৭ টি চা বাগান রয়েছে। প্রায় ১৫টি চা বাগানের ম্যানেজারদের সাথে কথা বলে বন্যপ্রান বিষয়ক সমস্যাগুলি শুনেছেন এবং যে সব বাগানে খাঁচা নেই কিন্তু চিতা বাঘের আনাগোনা রয়েছে, সেখানে খাঁচা পাতার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি।
সংবাদদাতাঃ গোপাল মন্ডল
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FHV1kJ
January 22, 2019 at 01:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন