কর্মীদের বেতন মেটাতে ১০০০ কোটি টাকা ধার নিল হ্যাল

বেঙ্গালুরু, ৫ জানুয়ারিঃ হিন্দুস্তান এরোনেটিকস লিমিটেড বা হ্যালের অবস্থা করুণ। কর্মীদের বেতন দিতেই হিমশিম খেতে হচ্ছে সংস্থাকে। তাদের বেতন দিতে ধার নিতে হয়েছে ১০০০ কোটি টাকা। সরকারি সংস্থার দূরাবস্থার কথা জেনেও তার পুনরুজ্জীবনের কোনো উদ্যোগ নেয়নি মোদি সরকার। বদলে রাফালে বিমানের বরাত হ্যালকে না দিয়ে দেওয়া হয়েছে রিলায়েন্সের মত বেসরকারি সংস্থাকে।
হ্যালের সিএমডি আর মাধবন জানিয়েছেন, যে টাকা কোষাগারে রয়েছে তাতে কর্মীদের বেতন দেওয়া সম্ভব নয়। ২৯০০০ কর্মীর বেতন দিতে ১০০০ কোটি টাকা দেনা করতে হয়েছে সংস্থাকে। ৩১ মার্চ থেকে সংস্থা ৬০০০ কোটি টাকা লোকসানে চলবে। প্রতিদিন কাজ চালানোর জন্যও দেনা করতে হচ্ছে।

সংস্থার তরফে জানানো হয়েছে হ্যালের এই অর্থ সংকটের মূল কারণ বায়ু সেনা। কারণ সেপ্টেম্বর ২০১৭ থেকে এখনও পর্যন্ত কোনো টাকা মেটায়নি সংস্থার প্রধান ক্রেতা বায়ুসেনা। অক্টোবরে সেই বকেয়া ১০,০০০ কোটিতে পৌঁছে গিয়েছে। মার্চের মধ্যে বকেয়া না মেটালে সেটি ২০,০০০ কোটিতে পৌঁছে যাবে। ২০১৭-১৮ আর্থিক বর্ষে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ১৩,৭০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। ২০১৮-১৯ অর্থবর্ষে ৩৩,৭১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যার মধ্যে ২০১৮-১৮ অর্থবর্ষের বকেয়াও ছিল।
হ্যালের পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৭ সালের পর থেকে মাত্র ২০০০ কোটি টাকা মিটিয়েছে বায়ু সেনা। এখনও ১৪,৫০০ কোটি টাকা বকেয়া রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QqyzxF

January 05, 2019 at 03:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top