ওয়াশিংটন, ২৭ জানুয়ারি- মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ১০ বছর। তবুও বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বখ্যাত গায়ক মাইকেল জ্যাকসনকে কেন্দ্র করে। কিংবদন্তি জ্যাকসনকে নিয়ে তৈরি তথ্যচিত্র লিভিং নেভারল্যান্ড গত শুক্রবার প্রথম প্রদর্শিত হয় সানড্যান্স চলচ্চিত্র উৎসবে। সেই চলচ্চিত্রই নতুন বিতর্কের উৎস। জীবদ্দশাতেই শিশু যৌন নিপীড়নের অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠে এসেছিল একাধিকবার। এই তথ্যচিত্রটিতেও নতুন ভাবে তুলে ধরা হয়েছে সেই বিষয়। জানা গিয়েছে, তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে মাইকেল জ্যাকসন শিশুদের যৌন নিপীড়ন করতেন। এবং তার বিনিময়ে তিনি শিকারদের অলঙ্কার দিতেন। দীর্ঘ চারঘণ্টার ওই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে, কী ভাবে শিশুদের হাত করতেন জ্যাকসন। তিনি বাবা-মাকে ঘৃণা করার বদাভ্যাস জাগাতেন শিশুদের মনে। তিনি না কি বলতেন, ঈশ্বরই এটা ঠিক করে দিয়েছে। তথ্যচিত্রে দেখা গিয়েছে ওয়েড রবসন এবং জেমস (জিমি) সেফচাক নামে দুজন বছর তিরিশের পুরুষকে। এঁরা জ্যাকসনের সান্নিধ্য পেয়েছিলেন। যাঁদের দাবি, তাঁদের বয়স যখন সাত এবং দশ বছর, তখন তাঁরা জ্যাকসনের যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার পুলিশ জ্যাকসনের নেভারল্যান্ড খামারবাড়িতে তল্লাশি চালিয়েছিল। ওই খামারবাড়িটির নামেই তথ্যচিত্রটির নামকরণ করা হয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HyiAhR
January 28, 2019 at 01:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top