ট্রেন থেকে উদ্ধার এক বস্তা সাপ

মালদা, ১৩ জানুয়ারিঃ গুয়াহাটি-শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি জেনেরাল কামরা থেকে উদ্ধার হল প্রচুর সাপ। শনিবার দুপুরে ট্রেনটি মালদা স্টেশনে এসে দাঁড়ালে চেকাপে যায় রেলপুলিশের কর্মীরা। সেখানে জেনারেল কামরার এক কোণে একটা বস্তা পড়ে থাকতে দেখে। সেই বস্তা দেখে সন্দেহ হয় রেলপুলিশের। বস্তার মুখ খুলতেই তার ভিতরে ৪টি কাঠের বাক্স দেখা যায়। একটি বাক্স বের করতেই দেখা যায় অসংখ্য সাপ। এরপরই বাক্সবন্দি সাপগুলিকে উদ্ধার করে নিয়ে আসা হয় জিআরপি থানায়। পরে রেলপুলিশের পক্ষ থেকে সাপগুলিকে তুলে দেওয়া হয় মালদা বনদপ্তরের হাতে৷

বনাধিকারিক সিতাংশু কুমার গুপ্তা জানিয়েছেন, এই সাপগুলি মূলত পাহাড়ি প্রজাতির। সম্ভবত উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি কোনো জায়গা থেকে পাচারকারীরা নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া সাপগুলির মধ্যে রয়েছে প্রায় ৮৫টি লাউডগা (গ্রিন ভাইন স্নেক), ২টি কিংকোবরা, ৮টি ভারতীয় কিংকোবরা ও ১২টি পাহাড়ি চিতে৷ সাপগুলো উত্তরবঙ্গের কোনো গভীর জঙ্গলে ছাড়া হবে।

মালদা জিআরপি থানার আইসি ভাস্কর প্রধান জানান, গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বন্যপ্রাণী পাচার হচ্ছে৷ সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাপগুলি উদ্ধার করে রেলপুলিশ। তবে কোনও পাচারকারীকে তাঁরা ধরতে পারেননি৷ সাপগুলিকে উদ্ধার করে তাঁরা থানায় নিয়ে আসেন৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2D7xGGP

January 13, 2019 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top