তিরুবনন্তপুরম, ২ জানুয়ারিঃ শবরীমালার ভেতরে প্রবেশ করলেন ৫০ বছরের কমবয়সী মহিলারা। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর এই প্রথম বিনা বাধায় দুই মহিলা পা রাখলেন মন্দিরে।
দুজনেরই বয়স চল্লিশের আশপাশে। জানা গিয়েছে, বিন্দু ও কনকদুর্গা নামে বছর চল্লিশের দুই মহিলা মন্দিরে প্রবেশ করেন। তাঁরা মাঝরাতে পাহাড়ে চড়তে শুরু করেন ও ভোর ৩টে ৪৫ নাগাদ মন্দিরে পৌঁছান। আয়াপ্পা স্বামীর কাছে প্রার্থনা করার পরই তাঁরা ফিরে যান।
ঋতুমতি মহিলাদের প্রবেশের পর ‘শুদ্ধিকরণের’ জন্য মন্দির বন্ধও করে দেওয়া হয়। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, মহিলারা প্রবেশ করেছন- এ খবর সত্য। যাঁরা মন্দিরে যেতে চান তাঁদের সুরক্ষা দেওতা পুলিশের দায়িত্ব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EYPMwZ
January 02, 2019 at 12:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন