ছাপা বন্ধ হল ২ হাজার টাকার নোট

নয়াদিল্লি, ৩ জানুয়ারিঃ আবির্ভাবের দু’বছরের মধ্যে বন্ধ করে দেওয়া হল ২ হাজার টাকার নোট ছাপানো। অর্থমন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই ২ হাজারের ধীরে ধীরে নোটের জোগান কমিয়ে দেওয়া হয়েছিল। এবার তা ছাপাই বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

তবে একইসঙ্গে জানানো হয়েছে, ছাপা বন্ধ করা মানেই ২ হাজারের নোট বাতিল বা অকেজো নয়। তবে ধীরে ধীরে তা বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

মনে করা হচ্ছে, এত বড় মূল্যের নোট কর ফাঁকি, আর্থিক তছরুপের ঘটনায় ব্যবহার করা হচ্ছে।

২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১ হাজারের নোট বাতিল করে দেয় নরেন্দ্র মোদি সরকার। তার কয়েকদিন পরে ২ হাজার টাকার নোট বাজারে আনা হয়। এখন সেটাই ছাপা বন্ধ করে দেওয়া হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Qlfmx5

January 03, 2019 at 05:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top