গাজোল, ১৩ জানুয়ারিঃ জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে খুন হলেন এক ব্যক্তি। ঘটনাস্থল গাজোলের আলাল অঞ্চলের খোদ মালঞ্চা গ্রাম। ঘটনায় আহত দু’পক্ষের মোট ছয়জন। আহতদের মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে গাজোল থানার পুলিশ।
জানা গিয়েছে, ১২ বিঘা জমি নিয়ে আজিজুল হক, আনারুল হক, মনিরুল হক, কবিরুল হক এবং আমিরুল হক, এই পাঁচ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। বেশ কয়েকবার সালিশি করে বিবাদ মেটানোর চেষ্টা করা হয়েছিল। এদিন সকাল থেকে বিবাদ চরম আকার ধারণ করে। একদিকে আজিজুল হক ও তাঁর পাঁচ ছেলে এবং অন্যদিকে চার ভাই। দুই পক্ষই শাবল, লাঠি, হাঁসুয়া নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। আনারুল হকের বুকে শাবল ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনারুলের। হাঁসুয়ার আঘাতে দুই পক্ষের ছয়জন গুরুতর আহত হয়। তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় গাজোল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের পাঠিয়ে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজে। এঁদের মধ্যে আজিজুল হক, মনিরুল হক এবং আশরাফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। দু’পক্ষের কেউই এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। জিজ্ঞাসাবাদের জন্য সহিদুল এবং কইফুল নামে দুইজনকে আটক করেছে গাজোল থানার পুলিশ
মৃত আনারুল হকের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়।
তথ্যঃ গৌতম দাস
ছবিঃ পঙ্কজ ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Hb4Fy9
January 13, 2019 at 03:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন