ময়নাগুড়ির জরদা নদী থেকে গ্যাসের ঝাঁঝালো গন্ধ, চাঞ্চল্য

ময়নাগুড়ি, ১৪ জানুয়ারিঃ ময়নাগুড়ির জরদা নদী থেকে গ্যাসের ঝাঁঝালো গন্ধ বের হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সোমবার বিকেলে ময়নাগুড়ির মহাকাল পাড়া ও শ্মশান ঘাটের মাঝামাঝি ওই নদী থেকে হঠাত্ই ঝাঁঝালো গন্ধ বের হতে থাকে। বিষয়টি টের পান এলাকার কয়েকজন মত্স্যজীবীরা। এরপর তারা বিষয়টি এলাকাবাসীদের জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি কলেজের ভূগোল বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মধুসূদন কর্মকার। সেখানে সমীক্ষা করে জানা যায়, নদী থেকে বুদবুদ আকারে তরল পদার্থ বের হয়। তা থেকেই ঝাঁঝালো গন্ধ ছড়ায়।

অধ্যাপক ডাঃ মধুসূদন কর্মকার বলেন, ‘জরদা নদীতে প্রাকৃতিক গ্যাস হাইড্রোকার্বন গ্যাস আকারে রয়েছে। এই গ্যাস বায়োসেবিক পদ্ধতিতে সৃষ্টি হয়। এক্ষেত্রে মিথানোজেনিক জীবগুলো জরদা নদীর অগভীর পলিরাশিতে নানা বিক্রিয়ার মাধ্যমে এই গ্যাস উৎপন্ন করে। জরদা নদীর এই হাইড্রোকার্বনযুক্ত মিথেন গ্যাসের সঙ্গে ভূ-অভ্যন্তরস্থ খনিজ তেলের কোনো সংযোগ রয়েছে। আমরা সমীক্ষা চালানোর পর একটি রিপোর্ট তৈরি করেছি। সেই রিপোর্ট অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কমিশনে পাঠানো হবে।’

সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FqxOUi

January 14, 2019 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top