আটলান্টা, ১৭ জানুয়ারি- ফোবানা সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ফোবানার নাম বেআইনিভাবে ব্যবহার করার প্রবণতাও বাড়ছে। তাই সর্বসাধারণের সুবিধার্থে একটি সতর্কবার্তা দিয়েছেন ফোবানা এক্সিকিউটিভ চেয়ারপার্সন ও লিগ্যাল কমিটির চেয়ারপার্সন মীর চৌধুরী এবং ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারী ও মিডিয়া ও পাবলিক এওয়ারনেস কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। ১৩ জানুয়ারি প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ এনআরবি নিউজকে প্রদত্ত এই সতর্কবার্তায় তারা উল্লেখ করেছেন, ফোবানা একটি প্রতিষ্ঠিত সংগঠনের নাম, যারা গত ৩২ বছর ধরে উত্তর আমেরিকায় প্রতি বছর সম্মেলন করে আসছে, যা ফোবানা নামে পরিচিত। ইউএসপিটিও ফোবানাকে আগামী ১০ বছরের জন্য ফোবানা ট্রেডমার্ক ব্যবহারের একচ্ছত্র মালিকানা দিয়েছে-যা কোনভাবেই আর কেউ দাবি করতে পারবে না। একে বলে ট্রেডমার্ক ইনকনটেস্টাবিলিটি (Trademark Incontestability) । এটা ল্যানহাম এ্যাক্ট-এর ১৫ ধারার ১০৬৫ উপ-ধারায় বর্ণিত। এই আইনের আওতায় ফোবানা এবং ফোবানার নামের সাথে কাছাকাছি মিল থাকা যে কোন নাম, লগো, ঠিকানা ইত্যাদি অন্তর্ভুক্ত। এছাড়া ফোবানা বাংলাদেশেও একটি ট্রেডমার্ককৃত সংগঠন। আরো বলা হয়েছে, এই বছর (২০১৯) শুধুমাত্র নিউইয়র্কের ড্রামা সার্কল এবং আগামী বছর (২০২০) শুধুমাত্র বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) সম্মেলনের নানাবিধ প্রচারণা এবং সাংগঠনিক কর্মকান্ডের জন্য ফোবানা নাম, লগো ইত্যাদি ব্যবহার করার অনুমতিপ্রাপ্ত। এই দুই সংগঠন ছাড়া যদি কেউ বেআইনিভাবে ফোবানার নাম ব্যবহার করেন, তবে তা হবে ল্যানহাম এ্যাক্ট-এর ১৫ ধারার ১০৬৫ উপ-ধারায় আইনত: দণ্ডনীয়। সতর্কবার্তায় বিশেষভাবে বলা হয়েছে, ফোবানা এক্সিকিউটিভ চেয়ারপার্সন ও লিগ্যাল কমিটির চেয়ারপার্সন মীর চৌধুরী এবং ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারী ও মিডিয়া ও পাবলিক এওয়ারনেস কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর তত্ত্বাবধানে ফোবানার আইনজীবীরা সব মিডিয়ার প্রতি লক্ষ্য রাখেন এবং ফোবানা সম্পর্কিত সকল খবরাখবর সযত্নে সংগ্রহ করে থাকেন। তাই মিডিয়াতে ছাপানো বা টিভিতে দেখানো যে কোন খবর অথবা ফোন ক্যামেরায় ধারণ করা ছবি বা ভিডিও আদালতে পেশ করার সকল প্রস্তুতি ফোবানার নেয়া আছে। আরো বলা হয়েছে, ইতিমধ্যে নিউইয়র্কের একটি সংঘবদ্ধ দুষ্টচক্র ফোবানার নাম অবৈধভাবে ব্যবহার করে একটি অনুষ্ঠান করার চেষ্টা করছে। যার প্রেক্ষিতে ফোবানার লিগ্যাল টিম ওয়াশিংটন ডিসির বিখ্যাত আইনজীবীদের সমন্বয়ে তাদের প্রত্যেককে এবং তাদের বুকিংকৃত হোটেল কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। এরপরও যদি তাদের এই অবৈধ কার্যক্রম বন্ধ না হয়, তা হলে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এছাড়া জ্ঞাত বা অজ্ঞাতসারে ফোবানার নাম ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। আর/০৮:১৪/১৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2QTC53L
January 17, 2019 at 04:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন