ঢাকা, ০৪ জানুয়ারি- দুজনের সম্পর্ক ২০১৬ সাল থেকে। সেবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মু্স্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। এই দলের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজের কাটার ভেলকিতে সেবার চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ। সেই থেকে মুস্তাফিজ-ওয়ার্নারের বন্ধুত্বের শুরু। পরের বছর ভালো করতে পারেননি; গত বছর তো দল বদল করতে হলো। কিন্তু বন্ধুত্বে কি আর ভাটা পড়ে? এবারের আইপিএলে খেলবেন না মুস্তাফিজ। কারণ বিসিবির নিষেধাজ্ঞা। বারবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় দ্য ফিজের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। আইপিএলের গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসেছেন স্বয়ং ডেভিড ওয়ার্নার। তাই মিরপুর শের-ই-বাংলার একাডেমি মাঠে দেখা হয়ে গেল দুজনের। মুস্তাফিজ-ওয়ার্নার এক দলে খেলছেন না। বিপিএলের ৬ষ্ঠ আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দেবেন ওয়ার্নার। অন্যদিকে রাজশাহী কিংসের জার্সিতে কাটার ম্যাজিক দেখাবেন মুস্তাফিজ। সবগুলো দল যেহেতু অনুশীলন একসঙ্গেই করে, তাই দেখা হয়ে গেল দুজনের। চলল কিছুক্ষণ খুনসুটি। বন্ধুকে পেয়ে মুস্তাফিজ কতটা আনন্দিত হয়েছেন তা বোঝা গেল তার টুইটে, বাংলাদেশে তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। বিপিএলে তোমার অংশগ্রহণ নিয়ে আমি খুব রোমাঞ্চিত। এমএ/ ১০:৩৩/ ০৪ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VtKIpm
January 05, 2019 at 04:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন