নয়াদিল্লি, ১৫ জানুয়ারিঃ বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের আগাম পূর্বাভাস জানতে আনা হচ্ছে বিশেষ প্রযুক্তি। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে দেশের আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই এই বিশেষ প্রযুক্তি নিয়ে আসা হবে।
প্রসঙ্গত, গত বছর উত্তরের রাজ্যগুলিতে একের পর এক বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বাজ পড়েছিল। যাতে মৃত্যু হয়েছিল প্রায় ২০০ জনের। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ইতিমধ্যেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটোরোলজি এবং দেশের আবহাওয়া দপ্তর কাজ শুরু করে দিয়েছে। এছাড়াও আগাম আবহাওয়ার পূর্বাভাস জানতে দামিনী নামে একটি অ্যাপের উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। এই অ্যাপ প্রত্যন্ত গ্রামগুলিতেও সাহায্য করবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RwAtlC
January 15, 2019 at 05:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন