ঢাকা, ০৪ জানুয়ারি- ভিনদেশি খেলোয়াড়, জানাশোনা কম থাকাই স্বাভাবিক। তবে সাকিব আল হাসানের সঙ্গে কিন্তু সম্পর্কটা ওমন নয় আন্দ্রে রাসেলের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কিংবা ক্যারিবীয়ান লিগে জ্যামাইকা তালাওয়াহসে সতীর্থ হিসেবে খেলায় সাকিব-রাসেলের বন্ধুত্বটা বেশ পুরোনো। সাকিবের নেতৃত্বে এবার ঢাকা ডায়নামাইটসে খেলবেন আন্দ্রে রাসেল। চেনা এই সতীর্থকে রীতিমত প্রশংসাতে ভাসালেন ক্যারিবীয় অলরাউন্ডার। তার নেতৃত্বে দল ভালো করবে, এমনটাই মনে করছেন রাসেল। ঢাকা ডায়নাইটসের এই দলটিতে ক্যারিবীয় তারকার ছড়াছড়ি। রাসেলের সতীর্থ হিসেবে একই দলে আছেন স্বদেশি কাইরন পোলার্ড, রভম্যান পাওয়েল, সুনিল নারিন। তাই এই দলে চেনা একটা পরিবেশ পাচ্ছেন রাসেল। দল নিয়ে এই অলরাউন্ডার বলেন, আমার মনে হয়, আমাদের দলটি বেশ ভালো। আমাদের প্রত্যাশা অবশ্যই জয়। এবার কিছুটা নতুন সেট আপ। তবে বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গেই আমি আমি খেলেছি। নতুন টুর্নামেন্ট, নতুন বছর। আমাদের তাই শুরুটা ভালোভাবে করতে হবে, তারপর দেখা যাক কতদূর যাই। সাকিবের নেতৃত্বে খেলবেন। নেতা সাকিবকে নিয়ে রাসেল বলেন, সাকিব খুব ভালো খেলোয়াড়। আমি তার সঙ্গে কেকেআর আর জ্যামাইকা তালাওয়াহসে খেলেছি। সে খুব শক্ত মানসিকতা নিয়ে খেলে, মাঝেমধ্যে সে রেগেও যায়। একজন অধিনায়কের এমনটাই হওয়া উচিত। আমরা সবাই পেশাদার। যখন বল বা ব্যাটে ভুল করব, তখন অধিনায়ক তো প্রতিক্রিয়া দেখাবেনই। আমি জানি, একজন অধিনায়ক হিসেবে সে তার সেরাটা দিয়েই দল পরিচালনা করবে। এবারের বিপিএলের আকর্ষণ আগের আসরগুলোর চেয়ে কিছুটা বাড়বে বৈকি। এবারই প্রথমবারের মতো খেলতে এসেছেন এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের মতো খেলোয়াড়। আন্দ্রে রাসেল মনে করছেন, এ সব তারকাদের নিয়ে টুর্নামেন্টটা বেশ প্রতিযোগিতাপূর্ণ হবে, এই টুর্নামেন্টে তারা বাড়তি কিছু আনবেন। তারাও মানুষ। তবে এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নাররা আলাদা। আমরা জানি তারা কতটা ধ্বংসাত্মক হতে পারেন। আমাদের নিশ্চিত করতে হবে তাদের বিপক্ষে খেলার সময় যেন তাড়াতাড়ি আউট করতে পারি। যত বেশি সময় তারা ব্যাট করবেন, ততই বিপদ বাড়াবেন। তাদের বিপক্ষে কঠিন পরিকল্পনা করতে হবে। তবে তাদের মতো খেলোয়াড় টুর্নামেন্টের জন্য ভালো। সূত্র: জাগোনিউজ আর/১২:১৪/০৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2BYpqah
January 05, 2019 at 05:46AM
04 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top