দার্জিলিং, ২৩ জানুয়ারিঃ কাজ না করে শুধু বড়ো বড়ো কথা বলছে কেন্দ্রীয় সরকার। বুধবার দার্জিলিংয়ের ম্যালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পাহাড় ইশ্যুতে কোনো কাজ করছে না কেন্দ্রীয় সরকার। শুধু বড়ো বড়ো কথা বলছে। ১১টি জনজাতিকে এখনও উপজাতির মর্যাদা দেওয়া হয়নি। এখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার কথা ছিল সেটাও করল না।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘জিটিএ-র মাধ্যমে পাহাড়ের উন্নয়ন হচ্ছে। লোকসভা ভোটের পরে জিটিএ চুক্তি পুনরায় রিভিউ করা হবে।’
পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। এদিন তৃতীয় দিন। বৃহস্পতিবার শিলিগুড়ি আসবেন তিনি। শুক্রবার কলকাতায় ফিরে যাবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DsI38m
January 23, 2019 at 05:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন