কেরলে বোমা ছোড়া নিয়ে রেষারেষি বিজেপি-সিপিএম-এর

তিরুবনন্তপুরম, ৫ জানুয়ারিঃ শবরীমালা নিয়ে উত্তপ্ত কেরালায় এবার বোমা ছুড়ে রেষারেষি বাড়াল সিপিএম ও বিজেপি। বামপন্থী বিধায়কের বাড়িতে বোমা মারার কয়েকঘন্টা বাদেই বোমা পড়ল বিজেপির সাংসদের বাড়িতে। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। সুত্রের খবর, বিজেপি সাংসদ ভি মুরলীধরনের পরিবার তাঁদের কান্নুর জেলার থালাসসেরির পুরনো বাড়িতে ঘুমোচ্ছিল তখন। সেইসময়ই মধ্য রাতে বাড়িতে বোমা পড়ে। মুরলীধরনের অভিযোগ, সিপিএম তাঁর বাড়িতে বোমা মেরেছে। এর আগে ওই একই এলাকায় রাত ১০টা নাগাদ সিপিএম বিধায়ক এএন শামসেরের বাড়িতে বোমা পড়ে৷ সিপিএম নেতা এই ঘটনার জন্য দায়ী করেন আরএসএসকে।

তিনি জানান, শবরীমালাতে দুই মহিলার প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করার জন্য কান্নুরের একটি সভায় গিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁর বাড়িতে আক্রমণ হয়। পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত এই দুই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ২০ জনকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Fb7zQQ

January 05, 2019 at 12:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top