লখনউ, ৩ জানুয়ারিঃ উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ আধিকারিক সুবোধকুমার সিংহকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত যোগেশ রাজকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়। এই নিয়ে খুনের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। এর মধ্যে এক সেনা জওয়ানও রয়েছে। ৩ ডিসেম্বর বুলন্দশহরের মাহু গ্রামের বাইরের একটি জঙ্গলে গোরুর দেহাংশ পড়ে রয়েছে গুজব রটে। তারপরই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ সামালতে গিয়েই খুন হতে হয় সুবোধকুমারকে। ধৃত তিনজনকে জেরা করে জানা যায়, প্রথমে ছোড়া পাথর ইনস্পেক্টরের মাথায় এসে লাগে। তার পর তাঁকে লাঠিপেটা করা হয়। কুড়ুল দিয়ে আঘাতের পর সুবোধের সার্ভিস রিভলভার বার করে নিয়ে গুলি চালানো হয়। গোটা খুনের ছক সাজায় যোগেশ। এর আগে, নিজের গোপন আস্তানা থেকে ভিডিও বার্তায় যোগেশ দাবি করেছিল, সে নির্দোষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AmrusL
January 03, 2019 at 12:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন