সামসীতে শুরু হল বইমেলা-২০১৯

সামসী, ২৫ জানুয়ারিঃ সামসী এগ্রিল হাই স্কুলে সপ্তম বর্ষ সামসী বইমেলা-২০১৯ শুরু হল শুক্রবার। ২৫ থেকে ২৯ জানুয়ারি পাঁচ দিন ব্যাপী চলবে এই মেলা। বইমেলা উপলক্ষে সামসীতে এদিন বিশাল শোভাযাত্রা বের করা হয়। পতাকা উত্তোলন,উদ্বোধনী সংগীত,অথিতি বরণের পর দুপুর দুটো নাগাদ প্রদ্বীপ প্রজ্জ্বলন করে সপ্তম বর্ষ সামসী বইমেলার সূচনা করেন সামসীর বাসিন্দা তথা মালদা মেডিক্যাল কলেজের শিক্ষক ডাঃ তাপস কুমার সরকার।বইমেলার প্রথমদিন বামনগোলার আদিবাসী দলের দ্বারা পরিবেশিত হয় আদিবাসী নৃত্য। উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আলবেরুনী, হবিবপুরের বিধায়ক খগেন মুরমু, সামসী নাগরিক কমিটির সম্পাদক মানব ব্যানার্জী, অধ্যাপক ডাঃ মনোজ ভোজ, শিক্ষাবিদ আব্দুল ওয়াহাব, সামসী পঞ্চায়েত প্রধান শ্রবনকুমার দাস, সামসী এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে,বইমেলা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা।

 

সংবাদদাতাঃ মুরতুজ আলম

ছবিঃ পান্না



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WhUnQb

January 25, 2019 at 05:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top