চেন্নাই, ৪ জানুয়ারিঃ যাত্রীর ফেলে যাওয়া প্রায় চার লক্ষ টাকা ভরতি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক অটোচালক। এমন বেনজির কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে সেই অটোচালককে।
জানা গিয়েছে, বুধবার বিকেলে বন্ধুর সঙ্গে গাড়ি কিনতে যাচ্ছিলেন তুতিকোরিনের বাসিন্দা মহম্মদ আজহারউদ্দিন। সেই অনুযায়ী গন্তব্যে পৌঁছতে অটোয় ওঠেন। কিন্তু নামার সময় নিজের ল্যাপটপ ব্যাগটি অটোতেই ভুলে রেখে যান তিনি। তাঁরা নেমে যাওয়ার পর কিছুদূর গিয়ে অটোচালক পার্থিবান ব্যাগটি দেখতে পান। সেটি খুলে তিনি দেখেন ব্যাগে রয়েছে ৩.৮ লক্ষ টাকা। যাত্রীদের ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশের কাছে যান পার্থিবান। অন্য দিকে হারিয়ে যাওয়া ব্যাগের খোঁজে পুলিশের কাছে অভিযোগ জানান মহম্মদ আজহারউদ্দিন। অবশেষে তাঁর দাবি খতিয়ে দেখে তাঁকে ব্যাগ ও টাকা ফিরিয়ে দেয় পুলিশ।
অসাধারণ এই সততার কাজের জন্য পুলিশের তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে অটোচালক পার্থিবানকে। পাশাপাশি ওই ব্যাগের মালিকও ধন্যবাদ স্বরূপ পুরস্কার দেন তাকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2s96D7C
January 04, 2019 at 04:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন