সিবিআই ডিরেক্টর পদে ফিরছেন অলোক ভার্মা

নয়াদিল্লি, ৮ জানুয়ারিঃ সিবিআই বিতর্কে সুপ্রিমকোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। সিবিআই-এর ডিরেক্টর অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর সরকারি সিদ্ধান্ত খারিজ করে দিল শীর্ষ আদালত। ফের সিবিআই ডিরেক্টর পদে ফিরতে চলেছেন অলোক ভার্মা। তাঁর সঙ্গে গোয়েন্দা সংস্থার আর এক শীর্ষ কর্তা রাকেশ আস্থানার বিতর্ক সামাল দিতে দুজনকেই ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। অন্তর্বর্তীকালীন অধিকর্তা হিসেবে নাগেশ্বর রাওকে নিয়োগ করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অলোক ভার্মা। সুপ্রিমকোর্টের নির্দেশে অলোক ভার্মার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিভিসি-কে।

মঙ্গলবার সুপ্রিমকোর্ট জানিয়েছে, অলোক ভার্মাকে ফের সিবিআই-এর অধিকর্তার পদে ফিরিয়ে আনতে হবে। তবে আপাতত তিনি কোনও গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। কবে তাঁর উপর থেকে এই নিষেধাজ্ঞা উঠবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। যত দ্রুত সম্ভব এই কমিটিকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে আদালত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Rh2BJw

January 08, 2019 at 12:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top