আঙ্কারা, ২৯ জানুয়ারিঃ বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড তুরস্ক। জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত টর্নেডোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তালিয়ার কুমলুকা, কেমের ও ফিনিকে জেলা। শনিবার আন্তালিয়া বিমানবন্দরে আছড়ে পড়ে শক্তিশালী টর্নেডো। টর্নেডোর দাপটে দূরে ছিটকে পড়ে বিমানবন্দরে যাত্রীবাহী বাস, মিনিবাস এবং যাত্রী ওঠানামা করার সিঁড়ি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারবাস এ৩২১-২৩১ ও বোয়িং ৭৩৭-এমএএক্স৮ বিমান দুটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অপেক্ষারত ১২ জন যাত্রী। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। আন্তালিয়ার গভর্নর মুনির কারালোগলু জানিয়েছেন, ঝড়ের ফলে সোমবার পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকলেও মঙ্গলবার থেকে ফের বিমানবন্দর চালু করা হয়েছে।
A tornado hit Antalya's airport on Saturday, damaging several aircraft and properties.️ pic.twitter.com/hCt5sAvY1j
— Aviationdaily✈️الطيران يوميآ (@Aviationdailyy) January 27, 2019
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FVpbRF
January 29, 2019 at 03:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন