বিশ্বনাথে ভারতীয় মদসহ আটক ১

modবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে ৩৪ বোতল ভারতীয় মদসহ জালাল মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যো ৭টায় উপজেলার টিএনটি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মিজানুর রহমান, স্বাধীন তালুকদার, এএসআই অরুণ দাসের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। আটক জালাল মিয়া কিশোরগঞ্জ জেলার ছারুয়াকান্দি বখাচুলিবাজারের মৃত: সাদেক আলীর পুত্র।

এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটক জালাল মিয়া বিশ্বনাথ উপজেলা সদরের টিএনটি রোডের আছকিরের কলোনীতে বসবাস করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2VViYtS

January 15, 2019 at 10:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top