কিছু দিন আগে আইসিসির আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানা গিয়েছিল সবচেয়ে বেশি দুর্নীতি তথা ম্যাচ ফিক্সিং করা জুয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো বেশি ঘটে থাকে শ্রীলঙ্কার ক্রিকেটে। দেশটির ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছিল আইসিসি। সে ধারাবাহিকতায় এবার অভিনব এক পথ বেঁছে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শ্রীলঙ্কার ক্রিকেটে দুর্নীতি বিষয়ক যত খবর আছে সব একসঙ্গে পাওয়ার জন্য রাজক্ষমার ঘোষণা দিয়েছে আইসিসি। এর অধীনে যে সকল ব্যক্তি শ্রীলঙ্কার ক্রিকেটের পূর্ব দুর্নীতি সম্পর্কে জানাতে ব্যর্থ হয়েছে কিংবা সামনে হতে যাওয়া কোনো দুর্নীতির তথ্য আইসিসি কিংবা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে জানালে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না আইসিসির এন্টি করাপশন ইউনিট। এ রাজক্ষমার সময়কাল শুরু হবে চলতি মাসে ১৬ তারিখে, যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এর অধীনে শুধু আন্তর্জাতিক ক্রিকেটেরই নয়, শ্রীলঙ্কার যেকোনো পর্যায়ের ক্রিকেটের যেকোনো দুর্নীতি কিংবা ম্যাচ পাতানোর ঘটনা জানানো যাবে বলে জানিয়েছে আইসিসি। নির্ধারিত ১৫ দিন সময়ের মধ্যে কেউ যদি নিজের কথাও স্বীকার করে তাহলে তাকেও ক্ষমা করে দেবে আইসিসি। কিন্তু এ সময়ের পরে আইসিসির অনুসন্ধানে যদি কেউ ধরা পড়ে, তাহলে তাকে কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। এবারই প্রথমবারের মতো এমন রাজক্ষমার ব্যবস্থা করেছে আইসিসি। এমএ/ ০৫:২২/ ১০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SMNBjl
January 10, 2019 at 11:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন