আগরতলা, ৯ জানুয়ারিঃ সংশোধিত নাগরিকত্ব বিলের বিরোধিতায় বিক্ষোভের জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায়। বিক্ষোভের জেরে ত্রিপুরায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার বিরোধিতা সত্ত্বেও লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬। এই বিল পাশ হওয়ার সঙ্গেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয় উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজনৈতিক দল। এই বিলের ফলে বাংলাদেশের হিন্দুদের বৃহৎ অংশ উত্তর-পূর্ব ভারতে অংশ নেবে বলে মনে করছে অসমের বেশিরভাগ রাজনৈতিক দল। জানা গিয়েছে, বিলের বিরোধীতা করে ত্রিপুরায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ তুলতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাঁদের। চলে গুলিও। বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে পড়ে অসমের জনজীবন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QA8lso
January 09, 2019 at 06:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন