কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ভাঙচুরের অভিযোগ

কোচবিহার, ৮ জানুয়ারিঃ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠল এক রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও তাঁর চিকিত্সা শুরু না হওয়ায় রোগীর পরিজনরা ক্ষুব্ধ হয়ে এই ঘটনাটি ঘটে। ঘটনায় কর্তব্যরত ওয়ার্ড মাস্টারকেও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে প্রাথমিক চিকিত্সা করানো হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। এদিকে বারবার এই হাসপাতালের উপর আক্রমণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ জানিয়েছেন, ‘রোগীর পরিজনরা উত্তেজিত হয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। ওয়ার্ড মাস্টারকেও মারধর করা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে। প্রয়োজনে পুলিশকে দেওয়া হবে।’ ঘটনার তদন্ত চলছে।

সংবাদদাতাঃ শিবশঙ্কর সূত্রধর



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SNZ1U1

January 08, 2019 at 08:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top