হেলাপাকড়ি, ৩ জানুয়ারিঃ জলপাইগুড়ি জেলা মৎস দপ্তরের উদ্যোগে এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তত্বাবধানে এলাকার মৎসচাষীদের নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হল হেলাপাকড়িতে। জেলা মৎস দপ্তরের বিভিন্ন প্রশিক্ষকরা চাষিদের মৎসচাষ সম্পর্কে প্রশিক্ষণ দেবেন। বৃহস্পতিবার হেলাপাকড়ি নেতাজী ক্লাবে আয়োজিত শিবিরের শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায়বসুনিয়া। উপস্থিত ছিলেন পদমতি-২ গ্রামপঞ্চায়েতের প্রধান লিপিকা রায়, উপপ্রধান বিশ্বজিৎ রায়, মৎস্য দপ্তরের জেলা ফিসারি অফিসার মৃনালকান্তি বিশ্বাস সহ অন্যরা। আগামী চারদিনব্যাপী চলবে এই শিবির। পদমতি-২ নম্বর অঞ্চলের মোট ৪০জন মৎসচাষী শিবিরে অংশগ্রহণ করেন।
পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া বলেন, ‘বাঙালির পাতে মাছের চাহিদা পূরণে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পকে বাস্তবায়িত করার প্রয়াস চলছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মৎসচাষীদের স্বনির্ভর করে এলাকার আর্থিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য মৎস্য দপ্তরের বিশেষ এই উদ্যোগ। গোটা রাজ্যের সাথে ময়নাগুড়ি ব্লকেও মৎসচাষীদে উৎসাহ জোগাতে ব্লকের প্রতিটি অঞ্চলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।’ পদমতি-২ অঞ্চলে এদিন প্রথম শিবিরটির সূচনা হল।
সংবাদদাতাঃ উৎপল সেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GUv8zH
January 03, 2019 at 04:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন