অসমে বন্‌ধ ঘিরে অশান্তি

দিসপুর, ৮ জানুয়ারিঃ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বন্‌ধের ডাক দিল অসম স্টুডেন্ট ইউনিয়নসহ ৩০টি সংগঠন। যার প্রভাব পড়েছে অসমে। বন্‌ধের সমর্থনে কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কয়েকটি জায়গায় পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। গুয়াহাটি, তিনসুকিয়া, ডিব্রুগড় সহ বিভিন্ন জায়গায় বন্‌ধ সমর্থককারীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। গুয়াহাটিতে রেল অবরোধ করা হয়। যদিও পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, প্রায় ১০ বছর পর অসমে বনধ ডাকল অল অসম স্টুডেন্ট ইউনিয়ন। বনধকে সমর্থন করেছে অসম গণ পরিষদ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SJ3cAi

January 08, 2019 at 06:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top