গোয়াতে নিষিদ্ধ হতে চলেছে প্রকাশ্যে মদ্যপান এবং রান্না

পানাজি, ২৫ জানুয়ারিঃ পর্যটন আইনে বদল আনতে চলেছে গোয়া সরকার। এবার থেকে গোয়ায় প্রকাশ্যে মদ্যপান করা যাবে না। শুধু তাই নয়, প্রকাশ্যে রান্না করেও খাওয়া যাবে না। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন গোয়ার পর্যটনমন্ত্রী মনোহর আজগায়োঙ্কর। তিনি জানান, এবার থেকে গোয়াতে প্রকাশ্যে মদ্যপান বা রান্না করলে ২ হাজার টাকা ফাইন কিংবা ৩ মাসের জেল পর্যন্ত হতে পারে। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিধানসভায় এই সংক্রান্তে আইন এখনও পাস হয়নি।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, গোয়াতে পার্টি করতে, অবসর সময় কাটাতেই পর্যটকরা আসেন। রাজ্যের রাজস্বের একটা বড় অংশ এই পর্যটন। কিন্তু এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হলে রাজ্যের পর্যটন ধাক্কা খাবে বলে মনে করছেন তাঁরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Mwh7Y9

January 25, 2019 at 12:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top