বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া এলাকায় বৈশাখালী-গোয়ালমারা-কান্দিখালে বন্ধুয়া কালভার্ড থেকে এই খনন খাজ শুরু হয়েছে। শনিবার (২৬ জানুয়ারী) বিকেলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল ও খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। এসময় স্থানীয় ইউপি সদস্য হবিবুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজর আরী, এলাকার মুরব্বি মনোহর আলী, হাজী বেলাল আহমদ, নছিব উল্লাহ, উছমান আলী, সিতার আলী, সোনা মিয়া, ইরন মিয়া, আকদ্দুছ আলী প্রমুখ।
ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল জানান, একসময়ের খড়¯স্রোতা খাল ছিল বৈশাখালী, গোয়ালমারা ও কান্দিখাল। ধীরে ধীরে ভরাট হয়ে খালটি অস্তিত্ব বিলীন হতে চলেছে। পানির অভাবে কয়েকটি হাওরের বোরো ধান আবাদ করতে পারছেন না কৃষকরা। ফলে হাজার হাজার হেক্ট্রর ফসলি জমি অনাবাদি পড়ে থাকে। তাই পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে ৪৭ফুট প্রস্থের বৈশাখালী, গোয়ালমারা ও কান্দিখালের সাড়ে তিন কিলোমিটার পুনঃখনন কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে খালের উৎপত্তিস্থল বাসিয়া নদীর কারারমুখ থেকে খাজাঞ্চী নদীর চান্দিরমুখ পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। আর পুরো খানটি পুনঃখনন করা হলে আবারো কয়েকটি হাওরে বোরো ধান আবাদ করতে পারবেন কৃষকরা।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2TcSS3z
January 27, 2019 at 12:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন