ক্যানবেরা, ০৪ জানুয়ারি - ১৩ ম্যাচে ২ জয়, ১১ হার! বিভীষিকার ২০১৮ সালের পর নতুন বছরের শুরুতেই একগাদা পরিবর্তন আনা হলো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে। সেই বদলের ধাক্কায় ছিটকে গেছেন অনেকে, অনেকেই ফিরেছেন দলে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এই স্কোয়াডে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের অস্ট্রেলিয়া দল থেকে টিকতে পেরেছেন কেবল ৬ জন। এত বদলের একটি কারণ অবশ্য মূল তিন পেসার মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও প্যাট কামিন্সের বিশ্রাম। ভারত সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এই ত্রয়ীকে তরতাজা রাখতে চায় দল। তবে বাদ পড়ার তালিকাও লম্বা। সেখানে আছে ক্রিস লিন, ডার্সি শর্ট, বেন ম্যাকডারমট, অ্যাশটন অ্যাগার ও ট্রাভিস হেডের নাম। আরও একবার চোটের কারণে ছিটকে গেছেন পেসার নাথান কোল্টার-নাইল। বদলের এই স্রোতে ৮ বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার পিটার সিডল। ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেটে গত দুই মৌসুমের ধারাবাহিকতায় তার দিকে নজর পড়েছে নির্বাচকদের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলে তার দই সতীর্থ পেসার জাই রিচার্ডসন ও জেসন বেহরেনডর্ফও ফিরেছেন দলে। টেস্ট দলের মূল স্পিনার নাথান লায়নও জায়গা ফিরে পেয়েছেন ওয়ানডেতে। টেস্টে দলের বড় ভরসা হলেও ৭ বছরের ক্যারিয়ারে মাত্র ১৫টি ওয়ানডে খেলেছেন এই অফ স্পিনার। দলে ফিরেছেন ব্যাটসম্যান উসমান খাওয়াজা, পিটার হ্যান্ডসকম ও অলরাউন্ডার মিচেল মার্শও। আগামী ১২, ১৫ ও ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে সিডনি, অ্যাডিলেইড ও মেলবোর্নে। ওয়ানডের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, পিটার হ্যান্ডসকম, উসমান খাওয়াজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, পিটার সিডল, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2R8oXN9
January 05, 2019 at 04:16AM
04 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top