ফালাকাটা, ৪ ডিসেম্বরঃ বেআইনিভাবে সেগুন কাঠের লগ চেরাই মজুত রাখার অভিযোগে ফালাকাটার তৃনমূল বিধায়ক অনিল অধিকারির ভাইপো গোবিন্দ অধিকারির করাত কলে তালা ঝোলালো বন দপ্তর। শুক্রবার দুপুরে বনদপ্তরের দলগাঁও ও মাদারিহাট রেঞ্জ যৌথভাবে এই অভিযান চালায়। এদিনের অভিযানে করাত কল থেকে বাজেয়াপ্ত করা হয় ৭টি সেগুন কাঠের লগ সহ প্রচুর চেরাই করা সেগুন কাঠ। উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা। বন দপ্তরের মাদারিহাটের রেঞ্জ অফিসার খগেশ্বর কার্জী বলেন, ‘বাজেয়াপ্ত হওয়া সেগুন কাঠগুলির কোন বৈধ কাগজ দেখাতে পারেনি করাত কল কর্তৃপক্ষ। সেগুন কাঠের লগগুলি মাত্র ২-৩ দিন আগেই জঙ্গল থেকে কেটে আনা হয়েছে। এছাড়া করাত কলের ভেতর চেরাই করা প্রচুর সেগুন কাঠের তক্তা মিলেছে। আমরা লগ সহ সমস্ত সেগুন কাঠ বাজেয়াপ্ত করে করাত কলটিতে তালা ঝুলিয়ে দিয়েছি।’ এব্যপারে বিধায়ক অনিল অধিকারি জানান, আইন আইনের পথে চলবে।
সংবাদদাতাঃ সুকমল ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2s9VL9F
January 04, 2019 at 05:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন