শিলং, ১৭ জানুয়ারিঃ এক মাসেরও বেশি সময় অবশেষে হদিশ মিলল মেঘালয়ের বেআইনি খনিতে আটকে পড়া শ্রমিকদের। বৃহস্পতিবার সকালে খনির ভেতর থেকে মৃত অবস্থায় এক শ্রমিকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় নৌসেনার আন্ডারওয়াটার রিমোট অপারেটেড ভেহিকেল৷ নৌসেনা জানিয়েছে, খনি থেকে প্রায় ১৬০ ফুট বেশি গভীরে ওই শ্রমিকের মৃতদেহ দেখতে পান উদ্ধারকারীরা৷ আজ দেহ উদ্ধারের বাকি শ্রমিকদের বেঁচে থাকা নিয়ে বড়োসড়ো প্রশ্নচিহ্ন উঠল। বাকি শ্রমিকদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে নৌসেনা সূত্রে জানানো হয়েছে। গত ১২ ডিসেম্বর পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের বেআইনি খনিতে কয়লা তুলতে নামেন ১৫ জন শ্রমিক। ওই খনিতে জল ঢুকে পড়ায় আটকে পড়েন ওই শ্রমিকরা। কিন্তু প্রথম দিকে শ্রমিকদের উদ্ধারের ব্যাপারে প্রশাসনের তরফে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। পরে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে সুপ্রিমকোর্ট। উদ্ধারকার্যের গতি নিয়ে মেঘালয় সরকারকে ভর্ৎসনা শীর্ষ আদালত৷ করে৷ সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল জীবিত অথবা মৃত যে কোনও মূল্যে মেঘালয়ের খনিতে আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করে আনতে হবে৷ সুপ্রিমকোর্টের মত ছিল, অনেক সময়ই মিরাকল হয়, তাই হাল ছাড়া উচিৎ নয়। নৌসেনার তরফেও টুইটারের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। জানানো হয়েছে, মৃতদেহটি খনির মুখ পর্যন্ত আনা গিয়েছে। ডাক্তারদের উপস্থিতিতে সেটি খনির ভিতর থেকে বের করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2sv98kL
January 17, 2019 at 01:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন