সিডনি, ৪ জানুয়ারিঃ দ্বিতীয় দিনে সাত উইকেট হারিয়ে ৬২২ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করল ভারত। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট চলছে। সিডনি টেস্টের প্রথম দিন টস জিতে বাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ওপেনার লোকেশ রাহুল দ্বিতীয় ওভারেই ৯ রান করে ফিরে যাওয়ার পর আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে মিলে ভারতকে মজবুত ভিতের উপর দাড় করান চেতেশ্বর পূজারা। মাত্র ২৩ রান করে ফিরে যান বিরাট কোহলি। কিন্তু একাই লড়াই চালিয়ে যান চেতেশ্বর পূজারা। তাঁকে সাময়িক সঙ্গ দেন হনুমা বিহারী। ৪২ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান হনুমা। ডবল সেঞ্চুরির স্বপ্ন পূরণের আগেই ৩৭৩ বলে ১৯৩ রান করে নাথান লিয়ঁর বলে তাঁকেই ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরে যান চেতেশ্বর পূজারা। ১১৪ বলে ৮১ রান করে আউট হন জাডেজা। ১৮৯ বলে ১৫৯ রান করে অপরাজিত থাকেন পন্থ।
একুশ বছর বয়সেই টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি করেন পন্থ। ভারতের একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শতরানের নজির গড়ে রেকর্ড করেন পন্থ। এখানেই শেষ নয়। ১৯৫৯ সালে গড়া বিজয় মঞ্জরেকরের রেকর্ডও টপকে গেলেন পন্থ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TpIa9H
January 04, 2019 at 01:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন