চালসা, ১৯ জানুয়ারিঃ দুষ্কৃতীরা যাতে করে কোনো অপরাধমূলক কাজ করতে না পারে তার জন্য নয়া উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি জেলা পুলিশ। জানা গিয়েছে, এবার থেকে রিসোর্টে থাকা পর্যটকদের যাবতীয় তথ্য অনলাইনে সি ফর্মে জানাতে হবে রিসোর্ট কর্তৃপক্ষকে। রিসোর্টের মাধ্যমে সেই তথ্য অনলাইনে চলে যাবে সংশ্লিষ্ট থানা ও জেলা পুলিশের কন্ট্রোলরুমে। কোনো রিসোর্টে কোনো অপরাধমূলক কাজ হলে দুষ্কৃতীদের দ্রুত ধরতে পারবে পুলিশ। শুক্রবার রাতে মূর্তির একটি বেসরকারি রিসোর্টে মাল মহকুমার সরকারি ও বেসরকারি রিসোর্টের ম্যানেজার এবং সহকারী ম্যানেজারদের নিয়ে একটি বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি, এডিএসপি ইন্দিরা মুখার্জি, এডিএসপি গ্রামীণ ডেনডুক শেরপা, মাল এসডিপিও দেবাশীষ চক্রবর্তি সহ মাল, মেটেলি, ক্রান্তি ও নাগড়াকাটা থানার ওসিরা। এদিন দুটি পৃথক বৈঠক করা হয়। প্রথমে মাল মহকুমার সিডিআরএর সদস্যদের সাথে বৈঠক করেন জেলা পুলিশ কর্তারা। বৈঠকের পর জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, আগামী এক মাসের মধ্যে রিসোর্টগুলিকে পর্যটকদের যাবতীয় তথ্য অনলাইনে সি ফর্মে দিতে হবে। এছাড়া পর্যটকদের সুবিধার্থে পুলিশের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হবে। সেই নম্বর বিভিন্ন জায়গায় দেওয়া হবে। যাতে করে কোনো পর্যটক সমস্যায় পড়লে ওই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারে। এছাড়াও এদিন প্রতিটি রিসোর্টে সিসিটিভি ক্যামেরা লাগানো, নিরাপত্তারক্ষী রাখার কথা বলা হয় রিসোর্ট কর্তৃপক্ষকে। এসপি জানান, সিডিআর সদস্যদের কাছ থেকে বিভিন্ন চা বাগানের যাবতীয় সমস্যার কথা শুনে সেগুলি সংশ্লিষ্ট বিভাগে জানানো হবে। এদিনের এই বৈঠকে শতাধিক রিসোর্টের ম্যানেজার ও সহকারী ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FAwTAB
January 19, 2019 at 04:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন