ভুবনেশ্বর, ৪ জানুয়ারিঃ দক্ষিণ চিন সাগরে ‘পাবুক’ নামে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে। এটি আপাতত পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিলোমিটার দূরে রয়েছে। ক্রমশ তা আন্দামান ও নিকোবর এবং ওডিশার দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ওডিশা। সতর্ক করা হয়েছে ভদ্রক, বালাসোর, জগতসিংহপুর, কেন্দ্রপাড়া, পুরী, গঞ্জাম ও খুরদা জেলাকে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে।
রাজ্য সরকারের পক্ষ থেকে ওই সতর্কবার্তায় বলা হয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে কেন্দ্রীভূত হয়েছে ঘূর্ণিঝড় পাবুক। এটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরছে। ৫ জানুয়ারি দুপুরে এই ঝড় আন্দামানে পৌঁছতে পারে। এরপর এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে যাবে। পরে এটি মায়ানমারের দিকে ঘুরে যাবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2LPocmg
January 04, 2019 at 05:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন