বছরের প্রথম তুষারপাত শৈল শহরে, আনন্দে মাতলেন পর্যটকরা

দার্জিলিং, ২৯ জানুয়ারিঃ মঙ্গলবার বছরের প্রথম তুষারপাতের সাক্ষী হল দার্জিলিং। হালকা তুষারপাত হলেও সান্দাকফু, ফালুটে তিন ইঞ্চি পর্যন্ত বরফ জমার খবর পাওয়া গিয়েছে। এদিন তুষারপাতের ফলে রীতিমতো উচ্ছাসে ফেটে পড়েন পর্যটকরা। দার্জিলিং ছাড়াও সোনাদা, সুখিয়াপোখরি, ঘুম, টুংলু, টাইগার হিল সর্বত্রই তুষারপাতের আনন্দ নিয়েছেন মানুষ।

জানা গিয়েছে, এদিন সকাল থেকে আবহাওয়া রৌদ্রজ্জ্বল থাকলেও সকাল ১০ টা নাগাদ হঠাৎই আকাশ কালো হয়ে তুষারপাত শুরু হয়। প্রায় ৪৫ মিনিট হালকা তুষারপাত হয়। যদিও তুষারপাত থেমে যাওয়ায় বরফ জমতে পারে নি। কলকাতার যাদবপুর থেকে আসা এক পর্যটক সৌমিত্র আচার্য বলেন, ‘হালকা তুষারপাত হলেও আমরা পুরোপুরি তুষারপাতের আনন্দ নিয়েছি। শুনলাম দীর্ঘদিন পর পাহাড়ে বরফ পড়ল। আমরা ভাগ্যবান।’ প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর দার্জিলিং-এ হালকা তুষারপাত হয়েছিল। তবে এদিন তার চেয়ে একটু বেশি তুষারপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃষ্টি আর তুষারপাতের জেরে তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ৩-৮ ডিগ্রিতে।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Sc53AF

January 29, 2019 at 10:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top