ঢাকা, ০৬ জানুয়ারি- উড়ন্ত সূচনা হলো না রংপুর রাইডার্সের। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানেই ফেরেন ওপেনার মেহেদী মারুফ (৫)। তিনে ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেননি ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। আফগানিস্তানের চায়নাম্যান বোলার জহির খানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হওয়ার আগে ৯ বলে ১৫ রান করেন হেলস। চার নম্বর পজিশনে খেলতে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। গত বিপিএলে ২৯.৯০ গড়ে ৩২৯ রান করা মিঠুন, এদিন ফেরেন ১৭ বলে ১৯ রান করে। ৯.৫ ওভারে ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে সম্মানজনক পজিশনে পৌঁছে দিতে লড়াই চালিয়ে যাচ্ছেন ওপেনার রাইলি রুশো। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। বিপিএলের গত আসরে তৃতীয় সর্বোচ্চ ৩৬৫ রান করেন বোপারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে ৯৪ রান। ৩৭ রানে ব্যাট করছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রুশো। রংপুর রাইডার্স: রাইলি রুশো, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী ও নাজমুল ইসলাম অপু। খুলনা টাইটানস: পল স্টারলিং, কার্লোস ব্রাথওয়েট, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি, মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, ডেভিড ওয়াইজ, আলী খান, শরিফুল ইসলাম ও জহির খান। এমএ/ ০৬:৪৫/ ০৬ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Tur76w
January 07, 2019 at 12:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন