ভাগলপুর, ১০ জানুয়ারিঃ ট্রেনে হানা দিয়ে গয়না, ডজনখানেক মোবাইল ও নগদ টাকাসহ প্রায় ৩০ লক্ষ টাকার জিনিস লুট করে নিয়ে গেল ডাকাতদল। বুধবার রাতে দিল্লি থেকে ভাগলপুরগামী এক্সপ্রেস ট্রেনে ১০-১৫ জনের সশস্ত্র ডাকাতের দল লুটপাট চালায়। তাদের ছুরির আঘাতে জখম হয়েছেন ছজনের বেশি যাত্রী। লুট হওয়া কামরাগুলির যাত্রীরা জামালপুর, মুঙ্গের, সুলতানগঞ্জ ও ভাগলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। জামালপুর স্টেশনে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, ট্রেন তিন ঘণ্টা দেরিতে চলছিল। রাত ৯টা ১১ মিনিটে কিউল থেকে ছেড়ে ধনোরি পৌঁছানোর পর ডাকাতদলটি অস্ত্রশস্ত্র নিয়ে ট্রেনে ওঠে। রাত সাড়ে নটা নাগাদ ডাকাতি শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা স্লিপার থেকে এসি বাগিতে লুটপাট চালায় তারা। ট্রেনের এ১ (দ্বিতীয় এসি), বি২, বি৩ (তৃতীয় এসি) এবং এস৯ (স্লিপার) কোচে এই লুঠপাট চলে। প্রায় ২০০ জনেরও বেশি যাত্রীকে লুঠ করেছে ডাকাতদল। প্রায় ১০টা ৫৪ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RFfsEt
January 10, 2019 at 02:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন