ঢাকা, ০১ জানুয়ারি - সোমবার (৩১ ডিসেম্বর) ২০১৮ সালের ইতি টানছে। বরাবরের মতো ক্রিকেটেরও আরও একটি বছর শেষ হলো। আর বছর শেষে এই পঞ্জিকাবর্ষের কে কেমন খেললো, কারা সেরাদের কাতারে জায়গা করে নিল এ নিয়ে চলছে আলোচনা। ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেটের সবচেয়ে বড় নিউজপোর্টাল ক্রিকইনফোর বিশেষজ্ঞ দ্বীপ দাশগুপ্তা সাজিয়েছেন সেরা ওয়ানডে দল। যেখানে অলরাউন্ডার ক্যাটাগরিতে বাংলাদেশের সাকিব আল হাসানের নাম রয়েছে। এই দলে ওপেনার হিসেবে আছেন ভারতের রোহিত শর্মা ও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। অনুমিতভাবেই তিনে রয়েছেন ভারতের বিরাট কোহলি। চার ও পাঁচে আছেন যাথাক্রমে ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম।ক্রিকইনফো বিশেষজ্ঞের ওয়ানডে দলে সাকিবস্পিন অলরাউন্ডার হিসেবে সাকিব আছেন এরপরেই। তবে দলের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের বেন স্টোকসকে। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদ্বিপ যাদব। আর দুই পেসার হলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভারতের জসপ্রিত বুমরাহ। ওয়ানডে দল: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, জো রুট, বাবর আজম, সাকিব আল হাসান, বেন স্টোকস, রশিদ খান, কুলদ্বিপ যাদব, কাগিসো রাবাদা ও জসপ্রিত বুমরাহ। তথ্যসূত্র: ডেইলি বাংলাদেশ এমইউ/০১:৩৫/০১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Aoi67K
January 01, 2019 at 07:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top