মৌসুমী হত্যাকান্ডের সন্দেহভাজন আসামী আটক

চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঞ্চল্যকর মৌসুমী হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে ইসরাইল হোসেন (১৯) নামের এক অটোরিক্সা চালককে আটক করেছে পুলিশ। আটক ইসরাইল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্টপুর মাঝপাড়া গ্রামের মুরশেদ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে রামকৃষ্টপুর থেকে ইসরাইলকে আটক করে। মৌসুমী হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে আটক ইসরাইলকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসি জানান, ইসরাইলকে রিমান্ডে নিতে শনিবার আদালতে আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শহরের অক্ট্রয়মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে থেকে হাত পা বাঁধা অবস্থায় মৌসুমীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মৌসুমীর পিতা চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলার আতাহার গ্রামের আজিজুর রহমান বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মৌসুমীর বাড়ি আতাহার গ্রামে হলেও সে বসবাস করতো চাঁপাইনবাবগঞ্জ রেল বস্তিতে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2TZcOa6

January 18, 2019 at 09:30PM
18 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top